দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র:

১। সংশ্লিষ্ট জমির সি,এস,/এস,এ,/আর,এস(বি,আর,এস),খারিজ খতিয়ানের মূল কপি অথবা সহি মোহরীয় নকল।

২। মাঠ পর্চা।

৩। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর(খাজনা) পরিশোধের রশিদ।

৪। প্রয়োজনীয় বায়া দলিল সমুহ(প্রযোজ্য ক্ষেত্রে)।

৫। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্র।

৬। দাতা/সম্পাদনকারী/গ্রহিতাগণের সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৭। টি, আই,এন, সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে)।

রেজিস্ট্রেশনের জন্য দলিল দাখিলের পূর্বে যা ভালভাবে দেখতে হবে

১। দলিলের প্রতি পৃষ্টায় দাতার/পক্ষগণের সম্পাদন আছে কি-না।

২। খতিয়ান অনুযায়ী জমির দাগ নম্বর অংকে ও কথায় লেখা আছে কি- না।

৩। দাগ মোতাবেক জমির হাত নকশা ও পরিমান সঠিকভাবে লেখা হয়েছে কি-না।

৪। সম্পত্তির প্রকৃত শ্রেনী অনুযায়ী সঠিক মূল্য লেখা হয়েছে কি-না।

৫। দাতা/বিক্রেতার এবং ক্রেতা/ গ্রহিতার বিক্রিত/অর্জিত হারাহারি মালিকানার পরিমান সঠিকভাবে লেখা হয়েছে কি-না।

রেজিস্ট্রেশনের জন্য দলিল দাখিলের সময়সূচি

রেজিস্ট্রেশন বিধিমালা, ২০১৪ এর ১১৩ অনুচ্ছেদ অনুসারে, রেজিস্ট্রি অফিস সমুহে সাধারনত সকল কার্যদিবসে সকাল ১০ ঘটিকা হইতে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত দলিলসমুহ রেজিস্ট্রেশনের জন্য গ্রহন করা হয়।

 

Print Friendly, PDF & Email